প্রথমবারের মতো অনুদানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। প্রযোজক খোরশেদ আলম খসরুর অনুদান পাওয়া ‘গলুই’ সিনেমায় দেখা যাবে কিং খানকে। তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাচ্ছেন না নির্মাতা।
শাকিব অভিনয় করছেন কিনা? জানতে চাইলে ‘গলুই’ পরিচালক এসএ হক অলিক বলেন, ‘সিনেমায় শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে চমক আছে। আমরা এখনই ঘোষণা দিতে চাচ্ছি না।
এদিকে প্রযোজক খোরশেদ আলম খসরু জানান, অনুদানের সিনেমায় এখন বাজেট বাড়ানো হয়েছে। একটা সময় ছিল যখন স্বল্প বাজেটে অনুদানের সিনেমা নির্মাণ করা হতো। যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও হয়তো অনেক সময় স্টর শিল্পীকে নেয়া যেত না। এখন সিনেমার মানও ভালো হচ্ছে। আমরা এই সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া শাকিবকে যুক্ত করেছি। বড় বাজেটের সিনেমা হবে এটি।’
শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে গুঞ্জন রয়েছে শবনম বুবলী অভিনয় করতে পারেন।
আগামী মাস থেকে জামালপুরে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। সিনেমাটিতে ইতোমধ্যে আজিজুল হাকিম ও ফজলুর রহমান বাবু চুক্তিবদ্ধ হয়েছেন। এর গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ।