ডাকাতের কবলে পড়েছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রাক্তন প্রতিযোগী ও নবাগত চিত্রনায়িকা নিশাত নাওয়ার সালওয়া। বুধবার (২৫ আগস্ট) রাতে কেরাণীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে পরিবার নিয়ে ডাকাতের কবলে পড়েন এই অভিনেত্রী। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ এসে উদ্ধার করেন তাদের।
ঘটনার বর্ণনা দিয়ে সালওয়া বলেন ‘বুধবার রাত ৮টা সময় কেরাণীগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলাম আমার ব্যক্তিগত গাড়িতে। সঙ্গে ছিলেন আমার আম্মু-আব্বু। হঠাৎ রোহিতপুরের কাছাকাছি নিরিবিলি একটি স্থানে পৌছালে ৪টি বাইকে করে ৪/৫ জন বখাটে ছেলে আমাদের গাড়ির গতিরোধ করে। তার মধ্যে এক ছেলে নিজেকে কেরাণীগঞ্জ ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করে (যা সম্পূর্ণ বনোয়াট)। তারা এগিয়ে এসে ড্রাইভারকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে, বলতে থাকে তাদের বাইকের সঙ্গে আমাদের গাড়ির ধাক্কা লেগেছে। কিন্তু সেরকম কিছুই আসলে হয়নি। একপর্যায়ে তারা ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দিয়ে হেনস্তা করতে থাকে। তারা মূলত একটি সংঘবদ্ধ ডাকাত চক্র, যারা প্রায়শই পথ আটকে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে অর্থ আদায় ও নানাভাবে হেনস্তা করে থাকে।’
এ পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন সালওয়া। তা জানিয়ে এই অভিনেত্রী লিখেন, ‘আমি তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে কল করে বিস্তারিত ঘটনা জানাই। ৫ মিনিটের মধ্যে কেরাণীগঞ্জ মডেল থানা পুলিশের দায়িত্বরত ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে যান। যথাসময়ে পুলিশ উপস্থিত না হলে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো।’
কৃতজ্ঞতা প্রকাশ করে সালওয়া বলেন, ‘বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যে সেবা পেয়েছি তাতে সত্যি অভিভূত ও কৃতজ্ঞ। শুভকামনা রইলো জনগণের নিরাপত্তায় নিয়োজিত সকল সদস্যের প্রতি। আশা করছি, জনগণের বিপদে এভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা পাশে থাকবেন।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন। নাম লেখিয়েছেন বড় পর্দায়। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্ন দেখা রাজকন্যা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া সারাহ বেগম কবরী পরিচালিত অসমাপ্ত সিনেমা ‘এই তুমি সেই তুমি’-এর নায়িকাও সালওয়া। তার অভিনীত কোনো সিনেমা এখনো মুক্তি পায়নি।