স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জে জেলা পেশাজীবী ঐক পরিষদের উদ্যোগে নৌ ভ্রমন করেছেন সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্যরা। বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা পেশাজীবী ঐক্য পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের সার্বিক ব্যবস্থাপনায় এ নৌকা ভ্রমনের আয়োজ করা হয়।
সকাল ১০ টার দিকে শহরের বেউথা ঘাট থেকে জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা যুব মহিলা লীগ নেত্রী শিরিন আক্তার মুক্তার সার্বিক তত্তাবধানে নৌকা ভ্রমন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণত সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম আলী, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন, মানিকগঞ্জ ডায়বেটিক সমিতির কার্যকরী সদস্য ফাহমিদ হোসেন রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগ, জেলা যুবলীগ নেতা সুভাষ,জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সভাপতি শুভ্রা খান মজলিশ, যুগ্ন সম্পাদক সাবানা আক্তার, সালমা আক্তার, শিল্পী আক্তার, লাকী আক্তার, সদস্য রুমা আক্তার, টুলু, কনা চৌধুরী, মোঃ আরিফ হোসেন, আব্দুল আলীম সহ অন্যান্যরা।
দীর্ঘদিন করোনার কারনে ঘরবন্দী থাকায় সকলে মানুষিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিল। তাই সকালে এই নৌ ভ্রমনে অনেকটা আনন্দ উপভোগ করেন।