1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

ছাইদানির প্রেমে পড়েছেন পুতুল গার্লফ্রেন্ডকে বিয়ে করা বডিবিল্ডার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে

গত বছর দীর্ঘদিনের সঙ্গী সেক্স ডলকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছিলেন কাজাখস্তানের এক বডিবিল্ডার, যা সত্যিই অভিনব ছিল। কিন্তু ইউরি টোলোচকো নামের এই বডিবিল্ডার এবার ছাইদানির (অ্যাশট্রে) প্রেমে পড়েছেন।

জানা গেছে, গত বছরই মার্গো নামের সেই সেক্স ডলের সঙ্গে ইউরির সম্পর্ক ভেঙে যায়। এরপরই ছাইদানির প্রেমের পড়েন তিনি। একটি নৈশক্লাবে এই ছাইদানির দেখা পান ইউরি। তার দাবি, এই ছাইদানিটি দেখা মাত্রই তার প্রতি বিশেষ অনুভূতি লক্ষ্য করেন তিনি

ইউরি বলেন, ‘এটি আমার পছন্দ— এর গন্ধ, ধাতব ত্বকের স্পর্শ। এটি অসাধারণ। এর ধাতব ত্বকের স্পর্শ আমাকে উচ্ছ্বসিত করে। আমার ধারণা আপনারা বুঝতে পারছেন এই ছাইদানির কোন বিষয়টি আমাকে আকর্ষণ করেছে।’

পরবর্তী সময়ে একটি ভিডিও প্রকাশ করেন ইউরি টোলোচকো। এতে ছাইদানির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আপনাদের কাছে প্রতিজ্ঞা করেছিলাম এই বস্তু নিয়ে বলবো।’

প্রায় আট মাস প্রেম করে মারগো নামের বিশেষ পুতুলকে বিয়ে করেছিলেন ইউরি। জানা যায়, কাজাখস্তানের একটি নাইট ক্লাবে মারগোর দেখা পেয়েছিলেন ইউরি। এরপর থেকেই সঙ্গী হিসেবে তাকে বেছে নেওয়ার পরিকল্পনা করেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury