লিওনেল মেসির সঙ্গে চুক্তি করে এই মৌসুমের আগে বিশ্ব ফুটবলে কাঁপন ধরায় প্যারিস সেন্ট জার্মেই। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও টানাহ্যাঁচড়া কম করেনি তারা। চুক্তি সম্পর্কিত বিষয়ে ফরাসি জায়ান্টরা আবারও নতুন করে আলোচনায়। তা হচ্ছে, নেইমারের ‘নৈতিক বোনাস’।
নেইমার যে গত মে মাসে পিএসজির সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেছেন, তা ভুলে যাননি অনেকে। তবে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে একটি অদ্ভুত ক্লজ, যা সম্ভবত বিস্ময়কর।
এল মুন্দো এক প্রতিবেদনে প্রকাশ করেছে যে, ব্রাজিলিয়ান তারকা প্রত্যেক মাসে অতিরিক্ত ৫ লাখ ৪১ হাজার ৬৮০ ইউরো পান, বাংলাদেশি মুদ্রায় যা ৫ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৩৮১ টাকা। কেন? বিনয়ী, সময়ানুবর্তী, বন্ধুত্বপূর্ণ ও ভক্তদের কাছাকাছি যাওয়ার জন্য। একই ক্লজে ক্লাবের খেলা, দল বাছাই ও ট্যাকটিক নিয়ে জনসম্মুখে তার কথা বলা নিষিদ্ধ করা হয়েছে।
ওই চুক্তি অনুযায়ী নেইমারকে প্রত্যেক খেলার আগে-পরে বিনয়ের সঙ্গে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে হবে। এছাড়া টিমের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে কোনো বিরূপ মন্তব্য করা যাবে না। ক্লাবের সম্পর্কে কোনো নেতিবাচক মন্তব্যও এড়িয়ে চলতে হবে তাকে।