নুসরাত জাহান তনিমাঃ
মানিকগঞ্জে অদক্ষ যুব কারিগরদের আয়বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের জন্য পোশাকে হাতের কাজের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ ও সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুন্নাহার (নাছরিন), স্থানীয় সরকার বিভাগের উপজেলা ফেসিলিটেটর মোঃমশিউর রহমান, মানিকগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি রফিকুল ইসলাম পরান সহ অন্যান্যরা।
প্রশিক্ষণে সদর উপজেলার ৩০ জন নারী অংশগ্রহন করে।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ প্রশিক্ষণনার্থীদের উদ্দেশ্য বলেন, আপনারা কষ্ট করে এখানে এসেছেন।সময়টাকে কাজে লাগাতে হবে। তাই মনোযোগ সহকারে শিক্ষা গ্রহন করবেন। এতে আপনাদের কাজে দক্ষতা ও মান বাড়বে।