স্টাফ রিপোর্টার:
এসোসিয়েশন ফর রুরাল এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (আরব) সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় সংস্থাটির কর্মএলাকার সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে মেধা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
শনিবার মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। সংস্থাটির নির্বাহী পরিচালক এ এস এম নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৃত্তিপ্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থাটি পরিচালক সুফিয়া খাতুন, হিসাব বিভাগের ব্যবস্থাপক মো: এরশাদ আলী, প্রশিক্ষক আব্দুল বারেক এবং কমিউনিকেশন অফিসার মোহাম্মদ আনিসুর রহমান।
সংস্থাটির কর্ম এলাকা মানিকগঞ্জ ও টাঙ্গাইল জেলার এইচএসসি ১ম ও ২য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭জনকে মেধা তালিকা বিবেচনায় ১২ হাজার করে মোট দুই লাখ চার হাজার টাকা বৃত্তিপ্রদান করা হয়েছে। প্রতিবছরই অনুরুপ বৃত্তি প্রদান করা হয় বলে জানিয়েছেন সংস্থাটি।