মানিকগঞ্জে ঐতিহ্যবাহী ভেলা ভাসানো উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও শিন্নী বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পশ্চিম সেওতা আবুল কালামের মিয়ার বাড়ি থেকে ভেলা ভাসানো অনুষ্ঠান ও সীমিত পরিসরে মেলা বসে।
রাত ১২টায় সুসজ্জিত ভেলা ভাসানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এরপর উপস্থিত ভক্ত ও শুভানুধ্যায়ীদের মাঝে শিন্নী বিতরন ও ধর্মীয় আলোচনা করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ও খাদেম আবুল কালাম বলেন, জিন্দা অলী হযরত খাজা খোয়াজ খিজির (রঃ) এর ৭৪ তম বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে মিলাদ, শিন্নী ও ভেলা ভাসানো উৎসব পালন করা হয়।
প্রতি বছরের এই দিনে অনুষ্ঠান পরিচালিত হয়ে আসছে। খিজির (আ.)-এর প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কলাগাছ দিয়ে তৈরি নিপুণ শৈল্পিক ঘর বানিয়ে তার ভেতর বিভিন্ন রকম নৈবেদ্য দিয়ে ভাসিয়ে দেন।
এলাকাবাসীর সহযোগিতায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিল আবুল কালাম আজাদ মাস্টার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আকরাম হোসেন, ইত্তেফাকের সাংবাদিক মোঃ শফি আলম, সাবেক কাউন্সিলর মোঃ খৈমুদ্দিন আহমেদ, মোঃ হানিফ ফকির , সমাজ সেবক আরিফুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মির্জা মাতাব্বর,মোঃ মহিদুর রহমান,সমাজ সেবক নোয়াব আলী, মানিক, মহর,শহিদ, প্রমুখ।