1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

‘বিদ‌্যমান কাঠামোর ভেতর নির্বাচন সুষ্ঠু করতে মতামত দিন’

  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স,

সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপিকে বিদ‌্যমান কাঠামোর মধ‌্যে কীভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যায়, সেই বিষয়ে মতামত দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচন কীভাবে, কার অধীনে হবে, এটি মীমাংসিত বিষয়। সংবিধান সম্মতভাবেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও নির্বাচনী পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে। তাদের এই ধরনের অসাংবিধান প্রয়াস অতীতের মতো সুফল বয়ে আনবে না।

‘বরং বিদ‌্যমান কাঠামোর আওতায় একটি ট্রেডিবল ইলেকশন আয়োজন কী করে করা যায় তা নিয়ে আপনারা মতামত দিন। সময় হলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনে মতামত দেবে।

দেশের আইন আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলাই বিএনপির স্বভাব উল্লেখ করে তিনি বলেন, ‘ভাবনায় এবং চর্চায় বিএনপির একমুখি দর্শন তাদের রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে।

‘সরকার বেগম জিয়াকে ভয়ে বিদেশ যেতে দিচ্ছে না’ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের এই বক্তব‌্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘প্রকৃতপক্ষে বিএনপিই বেগম জিয়ার চিকিৎসা চায় কি না তা নিয়ে জনমনে সন্দেহ আছে।

তিনি বলেন, ‘বিএনপি নেতারা বেগম জিয়ার চিকিৎসা-মুক্তিরইস্যুতে রাজনীতি করছে বেশি। বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে যতটা না নজর দিচ্ছেন, তার চেয়ে তাদের চিন্তা বেগম জিয়াকে ইস্যু করে রাজনীতি করা। শেখ হাসিনা সরকার বেগম জিয়া কিংবা ক্ষয়িষ্ণু বিএনপিকে ভয় পায় না বরং তার বয়স এবং স্বাস্থ্যের ওপর নজর দিয়ে সাজা স্থগিত করা হয়েছে। এ উদারতা একমাত্র শেখ হাসিনাই দেখিয়েছেন। বিএনপি শেখ হাসিনার উদারতকে দুর্বলতা ভাবলে ভুল করবে।

সেতুমন্ত্রী বলেন, ‘ভাবনায় ও চিন্তায় বিএনপির একমুখী রাজনৈতিক দর্শন তাদের রাজনৈতিক অস্ত্বিত্বের শেকড়কে দিন দিন দুর্বল করছে। বেগম জিয়ার চিকিৎসার বিষয়টি ইতিমধ‌্যে মীমাংসিত। বিএনপি সবসময় মীমাংসিত ইস্যু নিয়ে রাজনীতি করার অপপ্রয়াস চালায়।

‘একজন সাজাপ্রাপ্ত আসামির বিদেশগমন বিদ‌্যমান আইনে সুযোগ আছে কি না, তা বিএনপি ভালো করেই জানে। আইন মন্ত্রণালয় বিষয়টি ভালো করে জানিয়ে দিয়েছে। কিন্তু বিএনপি জেনে শুনে না দেখার ভান করে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে। অথচ যে নেত্রীর মুক্তির জন‌্য তারা মায়াকান্না করছে সেই নেত্রীর মুক্তির জন‌্য একটি কার্যকর বিক্ষোভ মিছিলও তারা বাংলাদেশের কোথাও করতে পারেনি, বলেন ওবায়দুল কাদের।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘লকডাউনের পরে আবারও পরিবহনে যাত্রীদের চাপ বেড়েছে, এ অবস্থায় যাত্রী সাধারণের চলাচলে সুবিধার কথা বিবেচনায় নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় পুনরায় চক্রাকার বাস সেবা চালু করা হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পর ধানমন্ডি এলকায় চক্রাকার বাস সেবা পুনরায় চালুরও প্রস্তুতি রয়েছে।

বিআরটিসির মতো সেবা প্রতিষ্ঠানে দুর্নীতি যাতে বাসা বাধতে না পারে সে দিকে কঠোর নজর দেওয়ার নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে, সুতরাং যেকোনো মূল্যে বিআরটিসিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

মন্ত্রী দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়েও তদন্ত করতে পারেন, এতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না। কোনো দুর্নীতি থাকলে ব্যবস্থা নিন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury