বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী কঙ্গনা রাণৌত ও আলিয়া ভাট। কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে।
এদিকে সম্প্রতি প্রকাশিত আলিয়া ভাটের একটি বিজ্ঞাপন নিয়ে আপত্তি তুলেছেন কঙ্গনা। এটিকে ‘হিন্দুধর্মের বিরুদ্ধে প্রচার’ বলেও উল্লেখ করেছেন তিনি।
মূলত, বিজ্ঞাপনটি একটি ব্রাইডাল পোশাক ব্র্যান্ডের। আলিয়া এতে কনের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ভারতীয় বেশ কিছু বিয়েতে ‘কন্যাদান’ রীতির সঙ্গে সহমত পোষণ করে না। এটি নিয়েই আপত্তি কঙ্গনার।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেছেন ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ অভিনেত্রী। এতে সেই ব্রাইডাল পোশাক ব্র্যান্ড ও আলিয়াকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘সব ব্র্যান্ডের কাছে বিনীত অনুরোধ, পণ্য বিক্রির জন্য ধর্ম, সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, রাজনীতির ব্যবহার করবেন না। বিভাজনমূলক ধারণা এবং বিজ্ঞাপন দিয়ে নিরীহ ভোক্তাদের ঠকানো বন্ধ করুন।