এস এম আকরাম হোসেন:
শিক্ষা মন্ত্রাণালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম বলেন,স্কুল গুলোতে কভিড মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি সরকার নিয়েছে সে গুলো সঠিক ভাবে মানা হচ্ছে কিনা তা দেখার জন্যই আসা। করোনার কারনে দীর্ঘ দিন বন্ধ ছিলো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বিষয়টি সেনসেটিভ যার কারনে এতদিন খোলা হয়নি স্কুল গুলো।
শনিবার (২৫ সেপ্টেম্বর ) দুপুরের দিকে মানিকগঞ্জ জেলা শহরের সরকারি এস,কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন অতিরিক্ত সচিব।
তিনি আরো বলেন, মূলত এই জেলায় আসার একটি কারণ হলো যারা শিক্ষকদের তদারকির দ্বায়িত্বে আছেন তাদের সঙ্গে মতবিনিময় করা আর আশে পাশের কয়েকটি বিদ্যালয়ের পরিবেশ পরিদর্শন করা । যে মেধাবী মেয়েটি কিভাবে মারা গেলো কিংবা কোথায় থেকে আক্রান্ত হলো এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয় দেখবে বলেও মন্তব্য করেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, মানিকগঞ্জ এস,কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু খানম,মানিকগঞ্জ
সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন,খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লাসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
গণ উপস্থিত ছিলেন।
এরআগে জেলা শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।