1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

‘মানুষ এখন ভিক্ষা নেয় না চাল ডেকে দিতে হয়’

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এক সময় মানুষ খাবার পেতনা। এখন এ দেশের মানুষকে পান্তা ভাত দিলে বলে আমার পেটে গ্যাস্ট্রিক। এখন মানুষ ভিক্ষা নেয় না, ডেকে ডেকে মানুষকে চাল দিতে হয়।

শনিবার বিকালে জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘খালেদা সরকারের সময় জাতীয় সংসদে বঙ্গবন্ধুর খুনিরা বলেছিলেন, বঙ্গবন্ধু খুনিদের বিচার হবেনা, ইনশাআল্লা সেই খুনিদের বিচার হয়েছে। আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে।’

সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি,সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সদর আসনের এমপি ইঞ্জি. মোজাফফর হোসেন, মহিলা এমপি হোসনে আরাসহ প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতৃয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury