শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হারুকান্দি ও ধুলশুড়া ইউনিয়নের ৮০ জন কৃষকের মাঝে পাঁচ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গফফার।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজসহ বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ কৃষকরা উপস্থিত ছিলেন।