সামনেই দুর্গাপূজা। এ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিতের ‘বাজি’ সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে দেবের ‘গোলন্দাজ’। বক্স অফিসে লড়াইয়ে তাদের সঙ্গে থাকছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
পূজা উপলক্ষে মুক্তি পাবে কোয়েলের ‘বনি’। একে তো করোনা মহামারি চলছে, তার ওপর টলিউডের দুই সুপারস্টারের সঙ্গে বক্স অফিস লড়াই। এই অভিনেত্রী বলেন, ‘লড়াই বা যুদ্ধ বড় শক্ত কথা, এভাবে না বলাই ভালো। কারণ, আমার মনে হয়, জীবনটা খুব ছোট। সেখানে দর্শকের জায়গা অনেক বড়। আমি চাই লোকজন হলে আসুক, সিনেমা দেখুক। একদম মন থেকে বলছি, চাই সবার সিনেমা ভালো চলুক। সেই সঙ্গে আমাদের সিনেমাটাও লোকে দেখুক। যুদ্ধ-লড়াই এগুলো অ্যাবসলিউট জার্নালিস্টিক টার্ম (হাসি)। ফ্রম দ্য বটম অব মাই হার্ট আই উইশ লাক টু এভরিওয়ান।
করোনা মহামারির মধ্যে গত বছর কোয়েলের ‘রক্তরহস্য’ সিনেমাটি মুক্তি পায়। এ বছরও করোনা মহামারি আবহে সিনেমা মুক্তি পাচ্ছে। কোয়েল বলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় চ্যালেঞ্জ নিতেই হয়। তখনই জীবনে মজা থাকে। সব মসৃণভাবে সেরা সময়ে হয়ে গেল, সেটা কেন? মহামারির আগে পর্যন্ত সেরা সময়ই ছিল কিন্তু। সেই পয়লা বৈশাখ, পুজো বা ক্রিসমাসের ছুটি। আমার মনে হয়, সিনেমা যদি ভালো হয়, যে কোনো রিলিজ-টাইমই সেরা সময়। তাই জন্য মহামারির সময় সিনেমা মুক্তি নিয়ে আমার চিন্তা নেই। এটা নিয়ে কখনোই চিন্তায় ছিলাম না।
তবে প্রেক্ষাগৃহে আসার আগে দর্শকদের সতর্কতা মানার অনুরোধ জানিয়েছেন কোয়েল। তিনি বলেন, ‘আমার নিজেরও তো পরিবার আছে, সেই উদ্বেগ থেকে বলতে পারি, সাবধানতা ও সুরক্ষা বজায় রেখে সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন। হুড়মুড় করে এসে ভিড় জমানোর দরকার নেই। সিনেমা দেখে সুস্থ থেকে সকলে যেন বাড়ি ফেরে। এটুকু জানানো আমার কর্তব্য মনে করি। মহামারি পুরোটা চলে যায়নি। ভয় অনেকটা কেটে গিয়েছে। আনন্দ করুন কিন্তু সাবধানতা বজায় রেখে।