এস এম আকরাম হোসেনঃ
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবনিযুক্ত প্রফেসর ড. মোঃ রেজাউল করিম অধ্যক্ষ হিসেবে যোগদান করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিসৌধ টুঙিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করেন।
মঙ্গলবার গোপালগঞ্জে টুঙিপাড়ায় এ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক গ্রিরেন্দ কুমার রায়, বাংলা বিভাগের প্রভাষক জাফর ইকবাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার জন্য শান্তি ও মাগফিরাত চেয়ে দোয়া কামনা করা হয়। পরে তিনি পরিদর্শন বইয়ে অনুভুতি প্রকাশ করে স্বাক্ষর দান করেন তিনি।