1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

সোনাক্ষীর খোঁচা, তাপসীর উত্তর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

বলিউডে ‘স্বজনপ্রীতি’ বা ‘নেপোটিজম’ নিয়ে বিতর্ক অনেকদিন ধরেই। বলা হয়, তারকা সন্তানরা ইন্ডাস্ট্রির ভেতরের মানুষ। সিনেমার ব্যাপারে বিশেষ সুবিধা পান তারা। বাকিরা বহিরাগত! বেশিরভাগ ক্ষেত্রেই তারকাসন্তানদের এ নিয়ে কটাক্ষের শিকার হতে হয়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলিউডে বহিরাগতদের খোঁচা দিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

এবার এক সাক্ষাৎকারে তার পরিপ্রেক্ষিতে তাপসী বলেন, ‘অবশ্যই, আমি নিশ্চিত করে বলতে পারি, যে কোনো অভিনেতা, তারকা সন্তান কিংবা বহিরাগতকে সিনেমা হারাতে হয়। কিন্তু তার মানে এই নয় তারকা সন্তান জন্যই বহিরাগতদের কাছে সিনেমা হারিয়েছে। কিন্তু আমরা যারা বহিরাগত তারকা সন্তানদের কারণে তাদের কাছ থেকে সিনেমা হাত ছাড়া হয়, কারণ কেউ একজন হয়তো কারো নাম সুপারিশ করে বা অন্য কিছু। বেশিরভাগ ক্ষেত্রে তারা তারকা সন্তান হয়। তাই, আমি বলছি না, তারা সিনেমা থেকে বাদ পড়েন না। বহিরাগতরা সিনেমা হারায় কারণ তারা বহিরাগত। এটাই পার্থক্য।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক অভিনয় শিল্পীকেই ক্যারিয়ারের কোনো এক সময় এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, যখন তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। এটি তারকা সন্তান কিংবা বহিরাগতও হতে পারে।’

এর আগে সাক্ষাৎাকারের সোনাক্ষীর কাছে জানতে চাওয়া হয়— কখনো সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে কিনা! উত্তরে বহিরাগতদের খোঁচা দিয়ে সোনাক্ষী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই! আর কার সঙ্গেই বা এমনটা হয়নি? আমাদেরকেও অনেক সিনেমা থেকে বাদ পড়তে হয়। পার্থক্য হলো, কেউ তা নিয়ে কান্নাকাটি করে বলে না— আমাকে তার জন্য সিনেমা থেকে বাদ পড়তে হলো। এটাই জীবন। আর এটাকে মেনে নিয়েই চলতে হবে।’

তাপসী পান্নু অভিনীত পরবর্তী সিনেমা ‘রাশমি রকেট’। বর্তমানে এই সিনেমার প্রচার করছেন তিনি। আগামী ১৫ অক্টোবর জি ফাইভে এটি মুক্তি পাবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury