মোঃ স্বপন মিয়াঃ
লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রীম সিটির উদ্যোগে মানিকগঞ্জে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাস্ক,খাবার, গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা সিটির উদ্যোগে আজ ( ১৪ অক্টোবর ২০২১) মানিকগঞ্জে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাস্ক,খাবার, গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ ক্যাম্পাসে ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন লায়ন ড.প্রকৌশলী ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি: দেওয়ান মোঃ গিয়াস মাহমুদ।এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এ ধরনের কর্মসূচী গ্রহন করা ও আর্তমানবতার সেবায় ক্লাবের উদ্যোগ অন্যদের জন্য অনুসরনীয় হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।এছাড়া বক্তারা আরো বলেন-
আর্তমানবতার সেবায় ঢাকা ড্রীম সিটি যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে, তা আর্তমানবতার সেবায় আরো বেশি আমাদের আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার মোঃ জসীম উদ্দিন,এনপিআই এর টেক্সটাইল বিভাগের বিভাগীয় প্রধান মাসুদ জামিল,এনপিআইইউবির এডমিশন অফিসার জুয়েল রানা,এনপিআইইউবির শিক্ষার্থী মোঃ স্বপন মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।