1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

সকল ধর্মের অধিকার নিশ্চিত করেছিলেন মহানবী (সা.)

  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন ক‌রে‌ছে ইসলামী যুব‌সেনা।

বুধবার (২০ অক্টোবর) দুপু‌রে যুবসেনা ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সাম‌নে সংগঠ‌নের সভাপতি অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

যুব‌সেনার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসউদ হোসাইন ও  মুহাম্মদ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছি‌লেন যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক।

বক্তব্য রা‌খেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম, ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, কাজী মুহাম্মদ তৈয়ব আলী, মোহাম্মদ আরিফুল ইসলাম, হাফেজ ওমর ফারুক, হাফেজ জাহিদুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, ইয়াসিন রাসেল, গাজী সাইফুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ্, আল আমিন, শেখ মুহাম্মদ ফরিদ, হাফেজ আলামুল হুদা জুনায়েদ, হাফেজ মুহাম্মদ কামাল হোসেন, মুহাম্মদ শরিফুল ইসলাম, মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রিয় নবীর আগমনেই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। তাঁর পূর্বে সারা বিশ্ব অশান্তির দাবানলে জ্বলছিল। কোনো কিছুর বালাই ছিলো না। বর্বরতা, অশা‌ন্তির কবর রচনা ক‌রতে মা আমেনার কো‌লে রাহমাতু‌ল্লিল আলামী‌নের আবির্ভাব হন।

তারা ব‌লেন, সাম্প্রদায়িক-সম্প্রীতি সমন্বিত রাষ্ট্র ব্যবস্থা গঠনে প্রিয় নবীর আদর্শের কোনো বিকল্প পথ নেই। সকল ধর্মের অধিকার ‌তি‌নিই নিশ্চিত করেছিলেন বলেই আজ তিনি স‌র্বোচ্চ দৃষ্টান্ত।

পরে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী জাতীয় প্রেস ক্লাবে থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury