একমাত্র পুত্রকে হারালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিক। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় মারা যায় অনুসূর্য (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আট বছর। এ তথ্য নিশ্চিত করেছেন মাসুদ পথিক।
মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা যায়—বৃহস্পতিবার বিকেলে গোসল করতে যায় অনুসূর্য। অনেকটা সময় পার হওয়ার পরও বাথরুম থেকে বের হচ্ছিল না। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখে বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছে।
মাসুদ পথিকের গ্রামের বাড়ি নরসিংদীতে। জানাজা শেষে গ্রামের বাড়িতে সমাহিত করা হবে অনুসূর্যকে। ছেলের বিদেহি আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন মাসুদ পথিক।
চলচ্চিত্র নির্মাণের পাপাপাশি গীতিকার ও কবি মাসুদ পথিক। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। তার নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘মায়া: দ্য লস্ট মাদার’। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রও আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।