স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে মানিকগঞ্জের হরিরামপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) বাদ আসর লেছড়াগঞ্জ বাজার জামে মসজিদে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা সুজনের উদ্যোগে আল নাহিয়ান খান জয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মির্জা সুজন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড সারা বাংলার ছাত্র সমাজের অহংকার বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাইয়ের জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের একমাত্র অভিভাবক প্রিয় এম এ সিফাত কোরাইশী সুমন ভাইয়ের নির্দেশে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।”
মাহফিলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।