মো: সেলিম মিয়া :
মানিকগঞ্জে জাতীয় সমাজতাস্ত্রিক দল (জাসদ) এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোাচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জাসদের কার্যালয়ের চত্বরে জেলা কমিটির আয়োজনে এই আলোচনা সভাটি হয়।
এসময় জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকির সভাপতিত্বে অন্যান্যদের বক্তব্য রাখেন জেলা ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি এ্যাড: দীপক কুমার ঘোষ, সহ-সভাপতি মোসলেম উদ্দিন খান, এ্যাডঃ নজরুল ইসলাম বাদশা, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাহিদ আলম, বীরমুক্তিযোদ্ধা সরোয়ার আলম চৌধুরী, জেলার সাধারণ সম্পাদক আসলাম খান বাবু, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন লিটন,দপ্তর সম্পাদক মো: ইকবাল খান, জেলা জাতীয় যুব জোট এর সভাপতি প্রভাষক আমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান খান, প্রয়াত জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইকবাল হোসেন খান এর স্ত্রী শাহিনআরা বেগম, প্রয়াত নেতা আনিসুর রহমান খান এর স্ত্রী শিল্পী ইয়াছমিন, সদর উপজেলা জাসদের সভাপতি সালাম আহম্মেদ, হরিরামপুর উপজেলা জাসদের সভাপতি মীর সাদিক হোসেন দিলু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক গোপাল রাজবংশী, বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতি নাজিবুল হক খান (অনন্ত), সহ জেলা ও উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকার বাংলাদেশকে জখন মিনি পাকিস্তান বানিয়ে ছিলো। তখন আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর প্রস্তাবের ভিত্তিতে আজকের এই ১৪ দল গঠিত হয়। সেই ১৪ দলের ফসল হচ্ছে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সরকারি আমলা ও নিজ দলের নেতাকর্মীদের শুধু খেয়াল রাখলে হবেনা অন্য দলের নেতাকর্মীদেরও খেয়াল রাখতে বলেন। ##