ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো ঘর বেঁধেছেন। বর গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব।
বিয়ের পর থেকেই বরের কাছ থেকে একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছেন এই নায়িকা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সে কথা বলেছেন তিনি। এবার স্বামীসহ ওমরাহ করতে যাচ্ছেন বলে জানান মাহি।
মাহি বলেন, ‘চলতি মাসেই ওমরাহ করতে যাচ্ছি। এ জন্য শুটিং শিডিউল রাখছি না। হাতের কাজগুলোও দ্রুত শেষ করছি। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। সবার কাছে দোয়া চাই যেন সহি সালামতে ওমরাহ পালন করতে পারি।
মাহিয়া মাহি বর্তমানে ‘ড্রাইভার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইফতেখার চৌধুরী পরিচালিত এই সিনেমায় মাহি ছাড়াও অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, সজল। এ ছাড়া ‘গ্যাংস্টার’ ওয়েব ফিল্মের ডাবিং করছেন তিনি। এর বাইরেও হাতে রয়েছে বেশ কিয়েকটি সিনেমার কাজ।