1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন কাদেরের অভিনেত্রী সুস্মিতার রহস্যজনক মৃত্যু ট্যুরিস্ট ভিসায় তিন দিন ভারত ভ্রমণ করতে পারবেন না বাংলাদেশিরা চট্টগ্রামে কলেজ অধ্যাপককে ঘুষি মারা ছাত্রলীগ নেতা বহিষ্কার ভোট চাইতে গেলে প্রভাবশালীরা দা নিয়ে তাড়া করছে হিন্দু ধর্মের অনুসারী সুধা রানীকে ইসলাম ধর্মের হাদিস বিষয়ে শিক্ষক পদে নিয়োগ মানিকগঞ্জে ৪ ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানির জমা টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কেরানীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আব্দুল গনি সাধারণ সম্পাদক মোস্তফা কামাল  মানিকগঞ্জে আবহাওয়া অনূকূলে থাকায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

৩৪ রানেই নেই পাঁচ ব্যাটসম্যান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৯৯ বার দেখা হয়েছে

সংক্ষিপ্ত স্কোর: ৯ ওভারে ৩৬/৫ (লিটন দাস ১৯*, আফিফ ১*, মাহমুদউল্লাহ ৩, মুশফিক ০, সৌম্য ০, নাঈম ৯)

বাংলাদেশের ব্যাটিং লাইন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ২২ রানে প্রথম উইকেট হারানো দলটির অর্ধেক ব্যাটসম্যানই ফিরে গেলেন ৩৪ রানের মধ্যে। পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর পর ক্রিজে নেমে প্রথম বলেই ডোয়াইন প্রিটোরিয়াসের কাছে বোল্ড আফিফ হোসেন। ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বড় শট খেলতে যান, টাইমিং হয়নি। ভেঙে যায় স্টাম্প। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে শূন্যের মুখ দেখলেন আফিফ।

৩ রানে মাহমুদউল্লাহর বিদায়

২৪ রানে ৩ উইকেট যাওয়ার পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহও দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারলেন না। অষ্টম ওভারের শেষ বলে আনরিখ নর্টিয়ের শিকার হলেন ৩ রান করে। প্রোটিয়া পেসারের বাউন্স মাহমুদউল্লাহর গ্লাভস ছুঁয়ে পয়েন্টে বল মার্করামের হাতে ধরা পড়ে। ৩৪ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের।

পাওয়ার প্লেতে ছন্নছাড়া বাংলাদেশ

কাগিসো রাবাদার তোপে পড়েছে বাংলাদেশ। পাঁচ বলের ব্যবধানে তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পাঠান প্রোটিয়া পেসার। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ২৮ রান করে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মোহাম্মদ নাঈমকে (৯) রিজা হেনড্রিকসের ক্যাচ বানান। পরের বলে সৌম্য সরকারকে এলবিডব্লিউ করেন রাবাদা। ষষ্ঠ ওভারে আরেকবার বল হাতে নিয়ে নিজের তৃতীয় শিকার বানান মুশফিকুর রহিমকে ফিরিয়ে। ২২ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৪-৩!

হ্যাটট্রিক না হলেও রাবাদার তৃতীয় শিকার মুশফিক

আগের ওভারের শেষ দুই বলে নাঈম ও সৌম্য সরকারকে আউট করে হ্যাটট্রিকের কাছে ছিলেন কাগিসো রাবাদা। ষষ্ঠ ওভারের প্রথম বল মুশফিকুর রহিম ঠেকিয়ে তাকে হ্যাটট্রিকবঞ্চিত করেন। কিন্তু প্রোটিয়া পেসার ঠিকই তাকে তৃতীয় শিকার বানান। তার এক্সট্রা বাউন্সের বলে শট নেন মুশফিক। ওই ওভারের তৃতীয় বলে গালিতে দাঁড়ানো রিজা হেনড্রিকস দুর্দান্ত ক্যাচ নেন। যদিও বল হাতে মুঠোবন্দি করার পর মাটিতে লাগার সন্দেহ জাগে আম্পায়ারদের, তাই রিভিউ নেন তারা। শেষ রক্ষা হয়নি মুশফিকের, ৩ বল খেলে শূন্য রানে বিদায়।

অন হ্যাটট্রিক রাবাদা

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের ইঙ্গিত। মোহাম্মদ নাঈম ক্যাচ আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান সৌম্য সরকার এলবিডাব্লিউ হলেন। কাগিসো রাবাদা ইনিংসের চতুর্থ ওভারের শেষ দুই বলে পরপর দুটি আউট নিয়ে হ্যাটট্রিকের সামনে। প্রোটিয়া পেসারের বল সৌম্যর বুটে লাগলে আম্পায়ার আপিলে সাড়া দেননি। রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। দেখা গেছে, বল সৌম্যর বুটে লেগে অফ স্টাম্পে হিট করত। আম্পায়ার তার সিদ্ধান্ত পাল্টান। তাতে বাংলাদেশি ব্যাটসম্যান প্রথম বলেই বিদায় নেন।

৯ রানে বিদায় নাঈমের

মোহাম্মদ নাঈম ইনিংসে প্রথম বড় শট খেললেন মিডউইকেটের দিকে। স্লো পিচে শট ঠিকমতো হলো না। রিজা হেনড্রিকস ক্যাচ নিলেন। কাগিসো রাবাদা ভাঙলেন ২২ রানের উদ্বোধনী জুটি। ১১ বলে এক চারে ৯ রানে ফিরে গেলেন নাঈম।

দ্বিতীয় ওভারে লিটনের চার 

শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের চতুর্থ ম্যাচের খেলা। নতুন বলে কেশব মহারাজের ওভারে ৪ রান নেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম। দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদাকে বাউন্ডারি মারেন লিটন। পরের ওভারে মহারাজ দ্বিতীয় চার হজম করেন, এইডেন মার্করামের পায়ের নিচ দিয়ে বাউন্ডারি মারেন নাঈম।

শামীমের বিশ্বকাপে অভিষেক, মোস্তাফিজ বাদ

বিশ্বকাপের সুপার টুয়েলভে জয়ের খাতা খুলতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। প্রোটিয়াদের আমন্ত্রণে আবু ধাবিতে আগে ব্যাটিংয়ে তারা। যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারীর আজ বড়দের বিশ্বকাপে অভিষেক হচ্ছে। সাকিব আল হাসানের জায়গায় খেলবেন তিনি। এছাড়া বিবর্ণ মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে দল। তার পরিবর্তে নেওয়া হয়েছে নাসুম আহমেদকে। একাদশে দুই পেসার তাসকিন ও শরিফুল আছেন।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ।

টস জিতে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘আমরা যতগুলো উইকেটে খেলেছি তার চেয়ে ভিন্ন লাগছে এই উইকেট। দেখে মনে হচ্ছে পেসাররা ভালো সুবিধা পাবে।’ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে তারা।

হারানোর কিছুই নেই বাংলাদেশের। তবে অঘটন ঘটিয়ে মাথা উঁচু করার সুযোগ তাদের সামনে। আর ইংল্যান্ড ম্যাচ সামনে রেখে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার লড়াই দক্ষিণ আফ্রিকার। ফেভারিট হয়ে আবু ধাবিতে মাহমুদউল্লাহদের মুখোমুখি তারা।

তিন ম্যাচের দুটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা জয়ের মধ্যে আছে তারা। টানা তৃতীয় জয় পেলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথ মসৃণ হবে।

অন্যদিকে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হতাশাজনক হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। যদিও সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে গত ম্যাচেই। শেষ ম্যাচ তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury