এস এম আকরাম হোসেন ঃ
‘যুক্তি ও তর্কের আঘাতে ভেঙে যাক অজ্ঞতার দেয়াল’ -এই শ্লোগানে মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। আজ (রোববার) দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। সরকারী দেবেন্দ্র কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কলেজের ১৮টি বিভাগের বিতর্ক দল।
ডিবেটিং সোসাইটির সভাপতি ও রসায় বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক শহিদুল ইসলাম।
উদ্বোধনী দিন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অর্থনীতি বিভাগ ও দর্শণ বিভাগের বিতার্কিকরা। বিতর্কের বিষয় ছিল ‘রাষ্ট্রের উদ্যোগ নয়, সামাজিক আন্দোলনই পারে পরিবেশ দূষণ রোধ করতে’। বিজয়ী হয় হয় অর্থনীতি বিভাগ এবং সেরা বক্তা হয়েছে বিজিত দলের দলনেতা সাদিয়া সুলতানা সেতু।