স্টাফ রিপোর্টার:
শেখ রাসেল দিবস-২১ উপলক্ষ্য মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজে স্থায়ীভাবে তৈরী করা হয়েছে শেখ রাসেল দেয়ালিকা। কলেজের প্রবেশপথের বামপাশের দেয়ালে তৈরী করা এই দেয়ালিকায় স্থান পেয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও দেশপ্রেম বিষয়ক বিভিন্ন লেখা ও চিত্রকর্ম।
আজ(রোববার) দুপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগি অধ্যাপক গিরীন্দ্র কুমার রায়, শেখ রাসেল দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক শিউলী ইয়াসমিন, উদযাপন কমিটির সদস্য-সচিব ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খায়রুজ্জামান রাসেল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহীনুর রহমানসহ শিক্ষকবৃন্দ।