1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

চিলির হারে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৭৬ বার দেখা হয়েছে

ব্রাজিলকে হারালে অতি সহজেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। কিন্তু বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূণ্য ড্র করে আর্জেন্টিনা।

পয়েন্ট ভাগাভাগি করায় আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের এক ঘণ্টা পর শেষ হয় ইকুয়েডর ও চিলির ম্যাচ। ম্যাচে চিলি ০-২ গোলে হেরে যাওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।

লাতিন অঞ্চলে ব্রাজিলের পর কাতার বিশ্বকাপের টিকিট পেল লিওনেল মেসিরা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ছিল একেবারেই ম্যাড়মেড়ে। দুই দলের ফুটবলাররা ফাউলের মিছিলে লেগে ছিলেন। সব মিলিয়ে ম্যাচে ৪২ ফাউল হয়েছে। দুই দলই  সমান ২১টি করে ফাউল করেছে। অথচ কোনো দল একটি গোলও করতে পারেনি। ম্যাচ অমীমাংসিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

ব্রাজিল ও আর্জেন্টিনা বাছাই পর্বে ১৩টি করে ম্যাচ খেলেছে। ব্রাজিলের ১১ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে মাত্র ৮টিতে। ব্রাজিলের ড্র দুইটি। আর্জেন্টিনার পাঁচটি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেক্সা মিশনে সবার আগে টিকিট পেয়েছে। লিওনেল মেসিরাও সেই পথে এগিয়ে গেল।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury