1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

জাভির কোচিংয়ে জয়ের দেখা পেল বার্সেলোনা

  • প্রকাশের সময় : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

জাভি হার্নান্দেজের কোচিংয়ে লা লিগায় চার ম্যাচ পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। শনিবার (২০ নভেম্বর) রাতে ঘরের মাঠ নু ক্যাম্পে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা।

এর ফলে ১৩ ম্যাচে পাঁচ জয়ে ২০ পয়েন্ট নিয়ে লা লিগার ষষ্ঠ স্থানে উঠে এসেছে কাতালান ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলা এস্পানিওলের পয়েন্ট ১৭। তারা লীগে ১১তম স্থানে অবস্থান করছে।

এদিকে নিজের প্রথম মিশনে উতরে গেছেন বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নেওয়া জাভি হার্নান্দেজ। স্পেনের বিশ্বকাপ জয়ী দলের তারকা ও বার্সেলোনার সাবেক মিড ফিল্ডার জাভির হাত ধরেই দলের পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার স্বপ্ন দেখতে শুরু করেছেন বার্সেলোনা সমর্থকরা।

খেলার শুরু থেকেই এস্পানিওলকে চেপে ধরে বার্সেলোনা। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে অতিথি দলটি। তারপরও ম্যাচটির প্রধমার্ধ শেষ হয় গোলশূণ্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। সফল স্পটকিকে গোল করেন ডাচ ফরোয়ার্ড মেমফিস। আর এতেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সূত্র: দ্য গার্ডিয়ান।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury