প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের উপন্যাস ‘১০,০০০ এবং আরো ১টি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। এর মাধ্যমে প্রথমবারের মতো এই কথাসাহিত্যিকের লেখা কোনো উপন্যাসের চলচ্চিত্র রূপ দর্শক পর্দায় দেখতে পাবেন।
বাংলাদেশের গ্রামীণ সমাজের একটি ধর্ষিত মেয়ের জীবন এবং তার নির্মম পরিণতি উঠে এসেছে এই উপন্যাসে। উপন্যাসটি ২০০২ সালে প্রকাশিত হয়েছিল।
সিনেমাটি নির্মাণ করবেন সোহেল রানা বয়াতি। চিত্রনাট্য করছেন অপূর্ণ রুবেল। তিনিই বিশয়টি নিশ্চিত করেন। এরই মধ্যে হুমায়ুন আজাদের পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছেন নির্মাতা।
এ প্রসঙ্গে অপূর্ণ রুবেল বলেন, ‘হুমায়ুন আজাদের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এটি। আমার অনেক দিনের ইচ্ছা এটি পর্দায় তুলে ধরা। জানি কাজটি অনেক কঠিন, তারচেয়েও কঠিন মনে হয়েছিল পরিবারের সম্মতি। যেহেতু লেখক জীবিত নেই। কিন্তু আমি সত্যি খুবই আনন্দিত যে, হুমায়ুন আজাদের পরিবারের কাছ থেকে আমরা সম্মতি পেয়েছি।
তবে এখনও কে কোন চরিত্রে অভিনয় করবেন জানা যায়নি।