সাড়া জাগানো ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজকে ছাড়িয়ে গেলো ‘হেলবাউন্ড’। জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজের তালিকায় এখন শীর্ষে এটি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লিক্সপেট্রোল বিশ্লষকরা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে ‘হেলবাউন্ড’। এখন তারা ‘স্কুইড গেম’ ওয়েব সিরিজটিকে ছাড়িয়ে গেছে।
এর আগে মুক্তির পর দর্শকের মাঝে তুমুল ঝড় তোলে ‘স্কুইড গেম’। এখন পর্যন্ত ৪৬ দিনে বিশ্বে প্রায় ১১১ মিলিয়নের বেশিবার এটি দেখা হয়েছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের তালিকায় এটি এখনো ট্রেন্ডিংয়ে রয়েছে। কিন্তু গত ২৩ নভেম্বর মুক্তি পাওয়ার পর মাত্র দুই দিনে এই রেকর্ড ভেঙেছে ‘হেলবাউন্ড’।
‘হেলবাউন্ড’ পরিচালনা করেছেন বক্স অফিস মাতানো ‘ট্রেন টু বুসান’ সিনেমার পরিচালক ইয়ন সাং-হো। বিশ্বের প্রায় ৮০ দেশের দর্শক এটি উপভোগ করেছেন। স্বর্গ ও নরকের প্রেক্ষাপট নিয়ে এই ওয়েব সিরিজের গল্প।