ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অনেক সংগ্রামের পর ক্যারিয়ারের বর্তমান অবস্থান তৈরি করেছেন তিনি। রাজনীতিতে নাম লিখিয়েও হয়েছেন তৃণমূলের সাংসদ। অভিনয়, রাজনীতি আর পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।
সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব মিমি চক্রবর্তী। অভিনয়, রাজনীতি ও পারিবারিক নানা বিষয়—সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। ইনস্টাগ্রামে ৩০ লাখ অনুসারী রয়েছে তার। মাঝে মধ্যেই প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে থাকেন মিমি। এ সময় ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই তারকা।
সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মিমি। এ সময় এক ভক্ত জানতে চান অভিনয় কিংবা রাজনীতি না করলে কী করতেন? জবাবে এই অভিনেত্রী বলেন—‘পপস্টার হতাম। কারণ আমি ম্যাডোনার অনেক বড় ভক্ত। তাকে দেখেই পপস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলাম।’ আরেক ভক্ত প্রশ্ন করেন মন খারাপ হলে কী করেন? উত্তরে মিমি চক্রবর্তী বলেন—‘কিছুই করি না। মনখারাপ হলে অতিরিক্ত ভাবনাচিন্তা করি আর উল্টাপাল্টা খাই। বিশেষ করে মিষ্টি। আর অনেক ঘুমাই।’
এখানেই থেমে যাননি ভক্তরা। শীতের মৌসুমে ত্বকের যত্ন কীভাবে করেন সেই প্রশ্নও রাখেন তারা। জবাবে মিমি বলেন—‘ত্বকের যত্ন নিতে যে নির্দিষ্ট নিয়মগুলো আপনি পালন করছেন, সেগুলোই মন দিয়ে করুন। এক দিনেই সুফল আশা করবেন না। এক টানা সেই রুটিন মেনে চলুন। সঙ্গে প্রচুর পানি পান করুন। ত্বককে আদ্র রাখতে হবে। আর অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন।