সম্প্রতি চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি কল রেকর্ড ফাঁস হয়। বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং টক অব দি কান্ট্রিতে পরিণত হয়। মাহি বর্তমানে ওমরাহ করতে মক্কা অবস্থান করছেন। সেখানে বসেই ভিডিও বার্তায় এই কল রেকর্ড প্রসঙ্গে কথা বলেন তিনি। এরপর ফেইসবুকে পোস্ট দিয়ে দেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়ে একটি স্ট্যাটাস দেন। মাহি তখন জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু তার বলার আছে।
এবার আবারো একটি স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা। যদিও কাকে ইঙ্গিত করে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন তা স্পষ্ট নয়। তিনি ইংরেজিতে স্ট্যাটাসটি লিখেছেন। যার বাংলা অর্থ: ‘পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুই ভণ্ডামি।
এ কথার মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন পরিষ্কার নয়। যে কারণে মাহি ভক্তদের মনে প্রশ্ন জেগেছে। তবে সেই প্রশ্নের উত্তর হয়তো মাহি দেশে এসেই দেবেন। কবে নাগাদ তিনি দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি।
২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও হাত দিয়েছেন সদ্য বিয়ে করা এই নায়িকা।