এস এম আকরাম হোসেন :
যথাযথ মর্যাদায় পুর্ষ্পাপণ,ফুলের শ্রদ্ধার মাধ্যমে মানিকগঞ্জে বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন করা করা হয়। এরপর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের স্মৃতিস্তম্ভের পাদদেশে পুর্ষ্পাপণ, ফুলের শ্রদ্ধার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিএনপি, জাতীয়পার্টি, সুশীল সমাজ, প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো: রমজান আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারন সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনয়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোমিন উদ্দিন খান, জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি এম, সিফাত কোরাইশী সুমন সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার সরকারি-বেসরকারি, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।