ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্ম অথবা ধর্মা প্রোডাকশনের সঙ্গে শাহরুখের বেশ মধুর সম্পর্ক। এই দুই সংস্থার একটির মাধ্যমে বলিউডে আরিয়ানের অভিষেক হতে পারে। তবে ক্যামেরার সামনে নয়, পেছনেই কাজ করতে আগ্রহী আরিয়ান। সহ-পরিচালক হিসেবে তাকে দেখা যেতে পারে।
বলিউড সিনেমা নিয়ে আরিয়ানের আগ্রহের কথা অনেক আগে থেকেই জানিয়েছেন শাহরুখ। পরিচালক হিসেবে কাজ করতে চান আরিয়ান। এজন্য পড়াশোনাও করছেন। বিভিন্ন কোর্সও করেছেন বলে জানা গেছে। তবে এখনো বলিউডে অভিষেক নিয়ে আরিয়ান অথবা শাহরুখ কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
গত ২ অক্টোবর মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় প্রায় ২২ দিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন শাহরুখ পুত্র। তবে এজন্য তাকে এখনো বেশ কিছু শর্ত মানতে হয়।