ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রাম চরণ। বর্তমানে চাহিদা সম্পন্ন তারকাদের অন্যতম তিনি। তার পরবর্তী সিনেমা ‘ট্রিপল আর’-এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। এবার জানা গেলো, পারিশ্রমিক বাড়িয়েছেন এই অভিনেতা। তার পরবর্তীতে সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন তিনি।
টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গৌতম তিনানুরি পরিচালিত একটি সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপায়নের জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন রাম চরণ। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স।
রাম চরণ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করেছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। আগামী ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। বর্তমানে এ সিনেমার প্রচারে ব্যস্ত সময় পর করছেন এই অভিনেতা।
কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগন। এছাড়া রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদেরও দেখা যাবে।