এস এম আকরাম হোসেন ঃ
মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান এই শ্লোগানে মানিকগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
আজ (বুধবার) দুপুরে জেলা শহরের পশ্চিম বান্দুটিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নূর অতএব আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক শেখ মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার। সেমিনারে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার একশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার বিভাগের ইন্সক্ট্রাটর সামিউস সাকিব।
সভায় বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং সরকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জেনে বুঝে যেতে হবে। কেউ যাতে প্রতারিত না হয়, যার তা কাছে টাকা দেওয়া যাবে না।