মো: সেলিম মিয়া :
মানিকগঞ্জে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি শিক্ষার বিস্তারে সমাজের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের স্থাপিত উচুটিয়া ও নারাঙ্গাই এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসাইন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উচুটিয়া হাফিজিয়া ও আলিম মাদ্রাসার সভাপতি মোঃ লাল মিঞা, অধ্যক্ষ এ কে এম ইমান আলী, মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম কুইন্টা, মোঃ আফছার মাওলানা, মোঃ হাকিম আলী মাষ্টার, সোহরাব হোসেন, মোঃ আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক চাঁন মিয়া,আব্দুলা আল মামুন, ইমরান খান জসিম, মোঃ মামুন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বৃন্দ।