এস এম আকরাম হোসেন :
মানিকগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত নিয়োগপ্রাপ্ত নাসিং কর্মকর্তাদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল।
আজ ( ৪ জানুয়ারি) মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতালের তৃতীয় তলা কনভারেন্স রুমে অত্র হাসপাতালের নার্সেস এসোসিয়েশনের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জান্নাত আরা শিমুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী এ কে এম রাসেল, হাসপাতালের নার্সিং সুপারভাইজার আনিছুর রহমান ভূইয়া, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নার্সেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আঃ মোতালেব মিয়া প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের মহাসচিব অলিয়ার রহমান খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও ডেইলী স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা: ওলি আহমেদ, মানিকগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আকরাম হোসেন, নার্সিং সুপারভাইজার (ভারপ্রাপ্ত) হোসনে আরা পারভীন, নার্সি সুপারভাইজার পারুল বেগম, নার্সি কর্মকর্তা মলি আক্তার মনা, শেফালী আক্তার প্রমুখ।অবসর যাওয়া নাসিং কর্মকর্তা শামসুনাহারকে বিদায়ী ক্রেস্ট প্রদান সহ উপহার প্রদান করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠানের আর্থিক সহযোগিতায় ছিলেন এস,কে ফার্মাসিটিক্যাল লি:।
অনুষ্ঠানের শুরুতে নিয়োগপ্রাপ্ত ৭৮ জন নাসিং কর্মকর্তাদের ফুল দিয়ে বরন করা হয়। পরে নার্সি কর্মকর্তা মলি আক্তার মনা মনমোগ্ধকর কন্ঠে গান পরিবেশন করেন।
সভায় নার্সি কর্মকর্তারা সেবার মানউন্নয়নে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তা সমাধানের জন্য অতিথিবৃন্দরা আশস্ত করেন।