এস এম আকরাম হোসেনঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষ্যে আজ সোমবার দুপুরে মানিকগঞ্জে সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বেলা ১২টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে, প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ গোলাম মহীউদদীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ বাদরুল ইসলাম বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, পৌআওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা মহিলা আওয়ামূলীগের সাধারন সম্পাদক লক্ষী চ্যাটার্জী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা আক্তার, জেলা নাগরিক ও পেশাজীবী ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহিলা কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তার মুক্তা, পৌর যুবলীগ নেতা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।