1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

মানিকগঞ্জে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৬৪৫ বার দেখা হয়েছে

এস এম আকরাম হোসেন :

মানিকগঞ্জ শহরের বড় সুরুন্ডি এলাকায় রাওয়ান বিন রমজান ক্যাডেট মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি ওই মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শফিকুল ইসলাম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পৌর মেয়র মো: রমজান আলী সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে তিনি আফরোজ রমজান বালিকা মাদ্রাসা পরিদর্শন শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, মানিকগঞ্জের শিক্ষা ক্ষেত্রে মো: রমজান আলীর অপরিসীম ভূমিকা রয়েছে। তার স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। আগামী দিনগুলোতে রমজান আলীর এমন কাজে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury