মো: সেলিম মিয়া :
ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে মানিকগঞ্জের ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সম্মননা প্রদান করা হয়েছে। আজ (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিভাগীয় কমিশনারের আয়োজনে, শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুল নেসা ইন্দিরা ঢাকা থেকে ভার্চুয়াল এর মাধ্যমে উদ্ধোধন শেষে জয়িতাদের সম্মননা প্রদান করা হয়।
জয়িতারা হলেন হরিরামপুর উপজেলার খালপাড়া বয়ড়া গ্রামের সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন জয়িতা শামিমা আক্তার, সদর উপজেলার চামটা গ্রামের অর্থনেতিকভাবে সাফল্য অর্জনকারী জয়িতা জেসমিন আক্তার, লেমুবাড়ী গ্রামের সফল নারী জয়িতা মমতাজ বেগম, শিবালয় উপজেলার বাড়াদিয়া গ্রামের শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা শিউলী আক্তার, ঘিওর উপজেলার জাবরা গ্রামের নির্যাতনের বিভীক্ষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জয়িতা রাশেদা বেগম। এদের কে জেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস ও সনদ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জামাল হোসাইন, জেলার তথ্য অফিসার নুর হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।