এস.এম আকরাম হোসেন ঃ
মানিকগঞ্জে হয়ে গেলো ১৫০ বছরের ঐতিহ্যবাহী গরু ও ঘোড়া দৌড়। শনিবার বিকেলে প্রতিবছর ন্যায় স্বরস্বতী পূজা উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় দিগ্বিজয়ী ক্লাব। এ উপলক্ষ্যে সেখানে বসে দিনব্যাপী গ্রামীণ মেলা। দুরদুরান্ত থেকে নানা রঙের, নানা আকারের গরু ও ঘোড়া আসে এই প্রতিযোগিতায় অংশ নিতে। বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। শত শত নারী, পুরুষ উপভোগ করে ঐতিহ্যবাহী এই গরু ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা। করোনার সংক্রমণের কারণে গত দুটি বছর আয়োজন করা হয়নি। এবারও তেমন কোন আনুষ্ঠানিকতা ছিল না। তবে, মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস।