স্টাফ রিপোর্টার :
জাগরনী কিশোর ক্লাব এর উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৭৫ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা।
বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার অডিটরিয়ামে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জাগরনী কিশোর ক্লাব এর সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ডেইলী স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ ন্যাশনাল পলেটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেন, জেলা পরিষদের সদস্য মাহবুবুর রহমান জনি, ক্যাবের জেলা শাখার সাধারন সম্পাদক এবিএম সামছুন্নবি তুলিপ,সাংবাদিক আব্দুল মমিন, ইংলিশ থ্যারাপির প্রতিষ্ঠাতা ও সিইও সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জাগরনী কিশোর ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।