বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন সেই দ্বন্দ্বের সমাধানে চলচ্চিত্রপ্রেমীরা যখন অপেক্ষা করছেন তখন জানা গেলো নতুন খবর। সমিতির কার্যকরী সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অভিনেত্রী রোজিনা।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র পাঠিয়েছেন রোজিনা। যদিও এ বিষয়ে জানতে এই অভিনেত্রীকে কয়েকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সূত্রগুলো জানিয়েছে, ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর কথা বলা হলেও তাদের হাতে এখনও পদত্যাগপত্র পৌঁছেনি। এমন অবস্থায় রোজিনার পদত্যাগপত্র যদি জমা না পড়ে, তাহলে শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুসারে রোজিনার পদ বহাল থাকবে।
প্রসঙ্গত, ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন রোজিনা। ১৮৫ ভোট পেয়ে জয়ী হন তিনি। গত ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।