বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়াই করেছেন জায়েদ খান ও নিপুণ আক্তার। গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কিছু ভোট বাতিল হয়েছিল। জায়েদ খানের অভিযোগ, বাতিল ভোটগুলো নিজের পক্ষে গণনা করতে নির্বাচন কমিশনার পীরজাদা হারুনকে অনুরোধ করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। বিষয়টি সত্যি বলে দাবি করেছেন পীরজাদা হারুন। তিনি বলেছেন, ‘বাতিল ভোটগুলো তাকে দেওয়ার অনুরোধ করে নিপুণ মুঠোফোনে বার্তাও পাঠিয়েছিলেন।’
পীরজাদা হারুন বলেছেন, ‘জায়েদের দাবি সত্যি। নিপুণ আমাকে রাত সাড়ে ৩টার দিকে মেসেজ দিয়েছিল। তাতে লেখা ছিল, ‘বাতিল ভোটগুলো আমার পক্ষে কাউন্ট করে দিন।’ যদিও আইন মোতাবেক তা করা যায় না। আর বাতিল ভোটগুলো নিপুণের পক্ষে গণনা করে দিলেও জায়েদ ১১/১২ ভোটে জিতে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি নিপুণের অনুরোধ অনুযায়ী কোনো কাজ করিনি। তার পক্ষে বা বিপক্ষে কোনো পদক্ষেপ নিইনি। তাই সে যে মেসেজ পাঠিয়েছে তার কোনো গ্রহণযোগ্যতা বা মূল্য নেই।