করোনা মহামারির কারণে দীর্ঘদিন স্টেজ শো বন্ধ ছিল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এখন স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠছেন শিল্পীরা। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বলিউড অভিনেতা গোবিন্দর সঙ্গে একই স্টেজে পারফর্ম করবেন এফ এ সুমন।
আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) নর্থ বেঙ্গলের ফালাকাটা মাতাবেন ৯০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও বাংলাদেশের গায়ক এফ এ সুমন। তাদের সঙ্গে আরো থাকবেন তানিয়া কর (পিউ) প্রমুখ। স্থানীয় সময় রাত ১০টায় তারা পারফর্ম করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘শিল্পীদের আয়ের বড় একটি উৎস হচ্ছে স্টেজ শো। তবে করোনার কারণে দীর্ঘদিন স্টেজ শো বন্ধ ছিল। ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়াতে আবারও স্টেজ শো শুরু হয়েছে। তবে এবারের শো অন্যরকম ভালোলাগার। কারণ প্রথমবার একসঙ্গে একই মঞ্চে ফারফর্ম করব জনপ্রিয় অভিনেতা গোবিন্দর সঙ্গে।
তিনি বলেন, ‘বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি। তার অনেক সিনেমা দেখলেও এবারই প্রথম কাছ থেকে দেখা হবে। সব মিলিয়ে দারুণ ভালো লাগছে।