1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

ডি গ্র্যান্ডহোমকে ছাপিয়ে রাবাদা তৃতীয় দিনের নায়ক

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে

পাঁচ উইকেট নেন রাবাদা


কলিন ডি গ্র্যান্ডহোমের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি ও ড্যারিল মিচেলের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৩৩ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার মার্জিত প্রথম ইনিংসের বেশ কাছে পৌঁছায় নিউ জিল্যান্ড। ৭১ রানের লিড পায় প্রোটিয়ারা, যাতে ১১তম বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়া কাগিসো রাবাদা রাখেন মূল অবদান।

ক্রাইস্টচার্চের ঠাণ্ডা, মেঘাচ্ছন্ন ও সিমারবান্ধব তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ২১১ রানের লিড নিয়ে শেষ করেছে। যদিও শীর্ষ তিন ব্যাটসম্যানদের দ্রুত হারিয়েছে তারা।

তৃতীয় দিনে দ্বিতীয় নতুন বল হাতে নেওয়ার আগেই নিউ জিল্যান্ডকে ২৯৩ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। ৩৬৪ রানে প্রথম ইনিংস শেষ করা দলটি ৫ উইকেট হারিয়ে করেছে ১৪০ রান।

৫ উইকেটে ১৫৭ রানে দিন শুরু করেছিল নিউ জিল্যান্ড। ক্রিজে ছিলেন মিচেল ও ডি গ্র্যান্ডহোম। ২৯ রানে নামা মিচেল করেন হাফ সেঞ্চুরি এবং ডি গ্র্যান্ডহোম দেখা পান সেঞ্চুরির।

২২৪ রানে মিচেল আউট হওয়ার পর আর ৬৯ রানের মধ্যে শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। মিচেল দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন। ডি গ্র্যান্ডহোম অপরাজিত ছিলেন ১৫৮ বলে ১২০ রান করে, ইনিংসে ছিল ১২ চার ও ৩ ছয়।

রাবাদা ১৯ ওভারে ৩ মেডেনসহ ৬০ রান দিয়ে ৫ উইকেট নেন। মার্কো জানসেন পান ৪ উইকেট।

বড় লক্ষ্য দেওয়ার উদ্দেশ্যে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকা টিম সাউদি ও নিল ওয়াগনারের তোপের মুখে পড়ে। ৩৮ রানে ৩ উইকেট হারায় তারা। তবে রাসি ফন ডার ডাসেন (৪৫) ও টেম্বা বাভুমা (২৩) হাল ধরেন ৬৫ রানের জুটি গড়ে। দুজনের কেউই টিকে থাকতে পারেননি। ২২ রানে কাইল ভেরিয়েন্নে ও ১০ রানে উইয়ান মুলডার অপরাজিত থেকে দিন শেষ করেন।

সাউদি ও ওয়াগানর সর্বোচ্চ দুটি করে উইকেট নেন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury