সঞ্জয়লীলা বানসালি নির্মিত আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। সর্বশেষ মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সব বাধা কাটিয়ে সিনেমাটি গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। প্রিমিয়ারের পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন এ সিনেমার অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। বক্স অফিসেও সাড়া ফেলেছে এটি।
বক্স অফিস ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, তুলনামূলকভাবে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে ৩০-৩৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। প্রথম দিন সিনেমাটি আয় করে ৯ কোটি ৭৫ লাখ রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১২ কোটি ৫০ লাখ রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে— ২২ কোটি ২৫ লাখ রুপি।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ আজ এক টুইটে বলেন, ‘‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ দ্বিতীয় দিনে আয় ভালো বৃদ্ধি পেয়েছে। আশা করছি, তৃতীয় দিনেও আয় বৃদ্ধি পাবে। শুক্রবার এটি আয় বরেছে ১০ কোটি ৫০ লাখ রুপি, শনিবার আয় করেছে ১৩ কোটি ৮২ লাখ রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে—২৩ কোটি ৮২ লাখ রুপি।
অন্য আরেকটি টুইটে তরুণ আদর্শ বলেন, ‘‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা নিয়ে এক শব্দে বলবো—ব্রিলিয়ান্ট। সঞ্জয়লীলা বানসালি একজন জাদুকর। শক্তিশালী গল্প নিয়ে ফিরেছেন তিনি। আলিয়া ভাট, অজয় দেবনের দারুণ পারফরম্যান্স।’’
মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।
সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—অজয় দেবগন, ইমরান হাশমি, বিজয় রাজ প্রমুখ। বানসালি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে এটি।