1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৩টি পদে জাতীয়তাবাদী প্যানেল বিজয়ী

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫৫ বার দেখা হয়েছে
আল-আমিন :
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে। ১৫টি পদের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয় পায় তারা। সহ-সাধারন সম্পাদক ও একটি কার্য্যকরী সদস্য পদে জয় পায় সম্মিলিত আাইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে। সারারাত ভোট গণনাশেষে আজ (সোমবার) সকাল আটটায়  নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী আজিজ উল্লাহ।
এরআাগে, রোববার সকাল নয়টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত পর্যন্ত। মোট ৫৯৩ জন ভোটারের মধ্যে ৫৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জাতীয়তাবাদী প্যানেল থেকে বিজয়ীরা হলেন, সভাপতি-জামিলুর রশিদ খান (২৯০ ভোট), সহসভাপতি-হেলাল উদ্দিন আহাম্মেদ (৩৬২ ভোট), সাধারণ সম্পাদক-এ এফ এম নূরতসজ আলম বাহার (২৮৯ ভোট), অর্থ সম্পাদক- রেজাউল করিম রাজা (৩২৮ ভোট)৷ পাঠাগার সম্পাদক- ফারুক মোল্লা (২৮৯ ভোট), ক্রীড়া সম্পাদক- সালেহ্ আকরাম আজম (২৮৯ ভোট), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-শাহনাজ পারভীন বাচ্চা (২৯৬ ভোট), হিসাব নিরীক্ষক-আনোয়ার হোসেন (৩১২ ভোট) ও জামাল উদ্দিন (২৯৮ ভোট),  কার্যকরী সদস্য-জুয়েলুর রহৃান জুয়েল (৩৪১ ভোট), সোহেল রানা (৩৩৫ ভোট), জহিরুল ইসলাম (৩৩৪ ভোট) ও ইমরান আরেফিন সানি (৩১৭ ভোট)।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে বিজয়ী দুজন হলেন, সহ সাধারণ সম্পাদক- মোঃ শহীদুল্লাহ্ (২৮২ ভোট) ও কার্যকরী সদস্য-রানা আহাম্মেদ শান্ত (৩২৬ ভোট)।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury