স্টাফ রিপোর্টারঃ
দৈনিক ইত্তেফাকের লালমনিরহাট জেলা প্রতিনিধি ড. এস.এম শফিকুল ইসলাম কানুকে আহবায়ক এবং দ্য ডেইলি স্টারের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও আরটিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাসকে সদস্য-সচিব করে ‘শুদ্ধাচার সহায়ক সাংবাদিক-নাগরিক ঐক্য পরিষদ’র জাতীয় কমিটির ৬১-সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
আজ (শনিবার)৬১ জেলার সাংবাদিক এবং ‘সুশাসনের জন্য নাগরিক’-সুজন নেতৃবৃন্দকে নিয়ে সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে তিন ঘন্টাব্যাপী অনলাইনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
সুজন নেত্রকোনা জেলা শাখার সভাপতি, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
নবগঠিত জাতীয় কমিটির আহবায়ক ড. এস.এম শফিকুল ইসলাম কানু রংপুর বিভাগের প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন গেরিলা মুক্তিযোদ্ধা এবং সুজন লালমনিরহাট জেলা কমিটির সভাপতি।
নির্বাচিত সদস্য-সচিব জাহাঙ্গীর আলম বিশ্বাস ঢাকা বিভাগের প্রতিনিধি। সাংবাদিকতার পাশাপাশি, তিনি সুজন মানিকগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
এছাড়া, নির্বাচিত ছয়জন যুগ্ম আহ্বায়ক হলেন- বরিশাল বিভাগের প্রতিনিধি, সুজন পিরোজপুর জেলা কমিটির সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, সিলেট বিভাগের প্রতিনিধি, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি, সুজন ফেনি জেলা কমিটির সম্পাদক ও দৈনিক ফেনি’র সময়’র সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, খুলনা বিভাগের প্রতিনিধি, ঢাকা ট্রিবিউনের খুলনা জেলা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লা, ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি, দৈনিক কালে কন্ঠ শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল এবং রাজশাহী বিভাগের প্রতিনিধি, ডিবিসি চ্যানেল ও দৈনিক সংবাদের নাটোর জেরা প্রতিনিধি পরিতোষ অধিকারী।
এরআগে, সভার শুরুতে বিভাগীয় কমিটি এবং গঠনতন্ত্র প্রণয়ন কমিটি সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। এরপর, জাতীয় পর্যায়ে আহবায়ক কমিটি গঠনের জন্য প্রস্তাবিত পদবিন্যাস প্রসঙ্গ উত্থাপন করা হয়। এরপর, প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করে জেলা প্রতিনিধিদের মধ্য থেকে আহবায়ক, যুগ্ম-আহবয়িক ও সদস্য-সচিব নির্বাচনের জন্য প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হয়। এরপর, আটজন বিভাগীয় প্রতিনিধির মধ্য থেকে একজনকে আহবায়ক, ছয়জনকে যুগ্ম-আহবায়ক এবং একজনকে সদস্য-সচিব নির্বাচন করা হয়।
উল্লেখ্য, দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় দি হাঙ্গার প্রজেক্ট এবং সুশাসনেরজন্য নাগরিক-সুজনের উদ্যোগে, জাতীয়শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার বাস্তবায়ন ও তথ্য অধিকার প্রতিষ্ঠায়‘অনলাইন ট্রেনিং ফর জার্নালিস্ট’স- ফুলফিলিং দি প্রমিজ অফ দি ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি (জাতীয় শুদ্ধাচার কৌশলের অঙ্গীকার পূরণের লক্ষ্যে অনলাইনে সাংবাদিকদের প্রশিক্ষণ)’ প্রকল্পটি গত ফেব্রুয়ারি ২০২১ থেকে জানুয়ারি ২০২২ পর্যন্ত সারাদেশের ৬১টি জেলায় (তিনপার্বত্য জেলা ব্যতীত) বাস্তবায়িত হয়। এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নকালে জার্নালিস্ট নেটওয়ার্কের জাতীয় ও বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। উক্ত সিদ্ধান্তের আলোকে চলতি বছরের ১০- ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মতবিনিময় সভার মধ্য দিয়ে নেটওয়ার্কের ৮টি বিভাগীয় কমিটি গঠিত হয়।