ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গত ১৮ ফেব্রুয়ারি ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন এই নায়িকা। সহ-অভিনেতা ছিলেন যশ।
যশের সঙ্গে ফারিয়ার অভিনয়ের অভিজ্ঞতা বেশ ভালো। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হয়েছে। দারুণ একটা কাজ হয়েছে! আমার সঙ্গে যশ খুব ভালো কাজ করেছে। আমার সঙ্গে ওর কাজের কেমেস্ট্রি এমনিতেই অনেক ভালো। যা আমি চিন্তাও করতে পারিনি। এরকম একটা ভালো কাজ করতে পারবো যশের সঙ্গে ভাবিনি।’
আংশুমান প্রত্যুষ পরিচালিত ‘রকস্টার’ প্রযোজনা করেছে বাংলাদেশের শাপলা ফিল্ম ইন্টারন্যাশনাল লিমিটেড। নুসরাত ফারিয়া সম্প্রতি কাজ করেছেন ‘পর্দার আড়ালে’ ওয়েব ফিল্মে। এবার ঈদে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটির মুক্তির কথা রয়েছে।
সর্বশেষ তাকে দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। সিনেমাটি ২০২০ সালে মুক্তি পায়। বিরতি ভেঙে তিনি আবারও টলিউডে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।